সালমান - ফেনী
৫৭৬৭. Question
আগে আমি তারাবীর নামায পড়ানোর সময় রুকু-সিজদায় তাসবীহ না পড়ে দ্বিতীয় রাকাতের পড়া তিলাওয়াত করতাম। মুহতারামের কাছে আমি জানতে চাই, এভাবে রুকু-সিজদায় তাসবীহ না পড়ে কুরআন তিলাওয়াত করলে নামাযের কি কোনো ক্ষতি হয়? জানিয়ে বাধিত করবেন।
Answer
রুকু অথবা সিজদায় কুরআন তিলাওয়াত করা মাকরূহে তাহরীমী। হাদীস শরীফে রুকু-সিজদায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। হযরত আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
نَهَانِي رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَنّ أَقْرَأَ رَاكِعًا أَوْ سَاجِدًا.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রুকু ও সিজদা অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন। (সহীহ মুসলিম, হাদীস ৪৮০)
সুতরাং রুকু-সিজদায় কুরআন তিলাওয়াত করা নাজায়েয হয়েছে। ভবিষ্যতে এ থেকে বিরত থাকা আবশ্যক।
-আলমুহীতুল বুরহানী ২/৩১৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; হালবাতুল মুজাল্লী ২/২৮৮, ৪৪৪; আলইখতিয়ার ১/২৪৯; আলবাহরুর রায়েক ২/৯৭