Muharram 1444 || August 2022

জামীল হাসান - নোয়াখালী

৫৭৬৬. Question

আমি এক মসজিদের ইমাম। গতকাল এশার নামাযের সময় আমার ওযু আছে মনে করে নামায পড়িয়ে দেই। নামাযের পর মুসল্লীরা সবাই যখন যার যার বাড়িতে চলে যায় তখন আমার মনে পড়ে, আমি তো ওযু ছাড়াই নামায পড়িয়ে দিয়েছি। মুহতারাম মুফতী সাহেবের কাছে জানতে চাই, এ অবস্থায় আমাদের জন্য করণীয় কী?

Answer

নামাযে ইমামের ওযু না থাকলে ইমাম-মুক্তাদী কারো নামায সহীহ হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাযে আপনার ওযু না থাকার বিষয়টি নিশ্চিত হলে  আপনি ও মুক্তাদী কারো নামাযই সহীহ হয়নি। তাই উক্ত এশার নামায আবার পড়ে নিতে হবে। আর মুসল্লীদের মাঝে এলান দিতে হবে, ঐ দিনের এশার নামায সহীহ হয়নি। তা আবার পড়ে নিতে হবে।

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ১৩৩; মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৩৬৬২; শরহু মুখতাসারিত তাহাবী ১/১৫২; খিযানাতুল আকমাল ১/২৩০; ফাতাওয়া খানিয়া ১/৯২; ফাতহুল কাদীর ১/৩৬৬; আলবাহরুর রায়েক ১/৩৬৬

Read more Question/Answer of this issue