Muharram 1444 || August 2022

উম্মে হাবীবা - লক্ষীপুর

৫৭৬৪. Question

আমি উম্মে হাবীবা। প্রতি মাসে আমার ১০ দিন ঋতুস্রাব হত। আর ২০ দিন আমি পবিত্র থাকতাম। কিন্তু এইবার ১০ দিন পার হওয়ার পর স্রাব বন্ধ হয়নি। তাই ১১ তম দিনে আমি গোসল করে নামায পড়া শুরু করি। এভাবে আরো ১৫ দিন অতিবাহিত হয়ে আজ ২৫ তম দিন। এখনো স্রাব বন্ধ হয়নি। আমি জানতাম, পবিত্রতার সর্বনিম্ন সময় ১৫ দিন। আজ যেহেতু ১৫ দিন পূর্ণ হচ্ছে তাই আমি কি আগামীকাল থেকে ঋতুস্রাবের দিন গণনা শুরু করব? বিস্তারিত জানালে উপকৃত হব।

Answer

না, এক্ষেত্রে আপনার পূর্বের অভ্যাস অনুযায়ী পবিত্রতার সময় বিশ দিনই ধরতে হবে। অতএব ঋতুস্রাবের দশ দিন পার হওয়ার পর বিশ দিন পর্যন্ত স্রাব দেখা দিলে তা ইস্তেহাযা গণ্য হবে। কেননা আপনার পূর্ব অভ্যাস অনুযায়ী যেমনিভাবে আপনার হায়েযের দিন নির্ধারিত তেমনি আপনার তুহুর তথা পবিত্রতার সময়ও নির্ধারিত। সুতরাং পবিত্রতার সর্বনিম্ন সময় ১৫ দিনের বিষয়টি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

-আলমাবসূত, সারাখসী ৩/১৬১, ১৬৭; আলমুহীতুল বুরহানী ১/৪১৩; বাদায়েউস সানায়ে ১/১৬১; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৯; রদ্দুল মুহতার ১/২৮৬

Read more Question/Answer of this issue