নোমান - মোমেনশাহী
৫৭৬২. Question
এক লোক একটি ছাগল জবাই করে। জবাই করার সময় ছাগলটির মুখ উত্তর দিকে ফেরানো ছিল। এটা দেখে এক মুরব্বী বললেন, পশুকে কিবলামুখী করে জবাই করতে হয়। তুমি উত্তরমুখী করে জবাই করেছ। তাই এই জবাই সহীহ হয়নি। এখন এর গোস্ত খাওয়া হারাম হয়ে গেছে।
মুহতারামের কাছে জানতে চাই, পশুকে কিবলামুখী করে জবাই করা কি আবশ্যক? কিবলামুখী করে জবাই না করার কারণে কি উক্ত পশুটি খাওয়া আসলেই হারাম হয়ে গেছে?
Answer
পশুকে কিবলামুখী করে জবাই করা সুন্নত। প্রশ্নোক্ত ক্ষেত্রে ছাগলটিকে কিবলামুখী না করে জবাই করা সুন্নতের খেলাফ হয়েছে এবং কাজটি মাকরূহ হয়েছে। তবে এ কারণে এর গোস্ত হারাম হয়ে গেছে- এ কথা ঠিক নয়। বরং তা খাওয়া হালাল হবে।
-কিতাবুল আছল ৫/৩৯৮; আলমাবসূত, সারাখসী ১২/৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৭১; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৮