মুহাম্মাদ বেলাল - কুমিল্লা
৫৭৬১. Question
আমি ঈদের কয়েক দিন আগে কুরবানী করার নিয়তে বাজার থেকে একটি ষাঁড় ক্রয় করি। গাড়ি থেকে নামানোর সময় তার সামনের এক পায়ে অনেক আঘাত পায়। প্রথমদিন ঐ পা একেবারেই জমিনে রাখতে পারত না। ঐ পা উঠিয়ে একটু একটু হাঁটত। এখন দেখা যাচ্ছে, ঐ পা জমিনে রেখে হালকাভাবে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে।
প্রশ্ন হল, এই গরুটি দিয়ে কি কুরবানী করা সহীহ হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে গরুটি যদি আঘাতপ্রাপ্ত পা জমিনে রেখে হালকাভাবে ভর দিয়ে হলেও চলাচল করতে পারে তাহলে উক্ত গরু দ্বারা কুরবানী করা সহীহ হবে। আর যদি উক্ত পায়ের উপর একেবারেই ভর দিতে না পারে তাহলে এই পশু দ্বারা কুরবানী সহীহ হবে না।
-কিতাবুল আছল ৪/৪০৯; বাদায়েউস সানায়ে ৪/২১৬; ফাতহুল কাদীর ৮/৪৩৩; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৭; আলবাহরুর রায়েক ৮/১৭৬; রদ্দুল মুহতার ৬/৩২৩