Zilhajj 1443 || July 2022

মুহাম্মাদ হারুন - ফুলগাজী, ফেনী

৫৭৬০. Question

আমাদের একটি গরু আছে। বয়স দেড় বছর। কিন্তু গরুটি বেশ হৃষ্টপুষ্ট হওয়ার কারণে দেখতে পুরো দুই বছর বয়সী মনে হয়। জানতে চাই, এই গরুটি দিয়ে কি এই ঈদে আমরা কুরবানী করতে পারব?

Answer

না, উক্ত গরু দিয়ে কুরবানী সহীহ হবে না। কেননা গরু কুরবানীর যোগ্য হওয়ার জন্য কমপক্ষে দুই বছর বয়সী হওয়া জরুরি। দুই বছরের কম বয়সী গরু হৃষ্টপুষ্ট হওয়ার কারণে দেখতে দুই বছর বয়সী হলেও তা দ্বারা কুরবানী সহীহ নয়। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

لَا تَذْبَحُوا إِلّا مُسِنّةً، إِلّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضّأْنِ.

তোমরা মুসিন্না’ (তথা কমপক্ষে উট পাঁচ বছর বয়সী, দুই বছর বয়সী গরু এবং এক বছর বয়সী ছাগল-ভেড়া) ছাড়া কুরবানী কর না। তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে অন্তত ছয় মাস বয়সী দুম্বা-ভেড়া দিয়ে কুরবানী করতে পারবে। (সহীহ মুসলিম, হাদীস ১৯৬৩)

-কিতাবুল আছল ৫/৪০৪; আলমাবসূত, সারাখসী ১২/৯; আলমুহীতুর রেযাবী ৬/৬০; তুহফাতুল ফুকাহা ৩/৮৪; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৮৩; বাযলুল মাজহুদ ১৩/১৮

Read more Question/Answer of this issue