Zilhajj 1443 || July 2022

হাবীবুর রাহমান - যাত্রাবাড়ি, ঢাকা

৫৭৫৯. Question

আমার ডেকোরেশন ব্যবসা আছে। মাইক, সাউন্ডসিস্টেম এবং অনুষ্ঠানের পর্দা ইত্যাদি ভাড়া দিয়ে থাকি।

এখন আমার প্রশ্ন হল, গানের কনসার্ট, মঞ্চ নাটক ইত্যাদির জন্য কি আমার ডেকোরেশন সামগ্রী ভাড়া দেয়া জায়েয হবে? এবং তার থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে?

Answer

গানের কনসার্ট, মঞ্চ নাটকের জন্য মাইক, সাউন্ডসিস্টেম ও ডেকোরেটর সামগ্রী ভাড়া দেওয়া সরাসরি গুনাহের কাজে সহযোগিতার অন্তর্ভুক্ত। আর গুনাহের কাজে সহযোগিতা করাও গুনাহ এবং নিষিদ্ধ। কুরআনে কারীমে ইরশাদ হয়েছে-

وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ.

গুনাহ ও যুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করো না। -সূরা মায়িদা (৫) : ২

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে গানের কনসার্ট ও মঞ্চ নাটকের জন্য ডেকোরেশন সামগ্রী ভাড়া দেওয়া জায়েয হবে না এবং এর থেকে প্রাপ্ত অর্থও বৈধ নয়।

-মাবসূত, সারাখসী ২৪/২৬; আলমুহীতুল বুরহানী ১১/৩৪৮; তাবয়ীনুল হাকায়েক ৭/৬৪; রদ্দুল মুহতার ৬/৩৯২; ইলাউস সুনান ১৬/২২০

Read more Question/Answer of this issue