Zilhajj 1443 || July 2022

মুহাম্মাদ সাকিব হাসান - হালুয়াঘাট, ময়মনসিংহ

৫৭৫৮. Question

আমাদের এলাকায় একটি সংগঠন আছে। এই সংগঠন থেকে লোকজনের সাথে চুক্তি করা হয়, আপনাকে আমরা ১০ হাজার টাকার পণ্য কিনে দেব, আপনি আমাদেরকে ছয় মাস পর ১২ হাজার টাকা দেবেন।

উল্লেখ্য, তারা ঐ ব্যক্তিকে সাথে করে বাজারে বা দোকানে নিয়ে যায় এবং ব্যক্তিকে বলে, আপনি কী ক্রয় করতে চান করেন, তারপর তারা দোকানীকে টাকা দিয়ে দেয়। এখন আমার প্রশ্ন হল, এটা কি সুদ হবে?

Answer

প্রশ্নে বিনিয়োগের যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে, তা পুরোপুরি স্পষ্ট নয়। বর্ণনা থেকে মনে হচ্ছে, উক্ত সমিতি মুরাবাহা পদ্ধতিতে গ্রাহকের নিকট তার পছন্দের মাল বিক্রি করতে চায়। এ ধরনের মুরাবাহার ভিত্তিতে বিনিয়োগ করতে হলে, নিম্নোক্ত শর্তগুলো পালন করা আবশ্যক-

এক. সমিতির প্রতিনিধি তার জন্য পণ্য ক্রয় করবে। পণ্য ক্রয়ের পর সমিতি তা হস্তগত করবে এবং গ্রাহকের নিকট বিক্রির আগ পর্যন্ত পণ্যটি সমিতির যিম্মায় থাকবে।

দুই. সমিতি পণ্য হস্তগত করার পর গ্রাহকের নিকট পণ্যটি বিক্রি করবে এবং গ্রাহককে হস্তান্তর করবে।

এই দুই শর্ত যথাযথভাবে পালন না হলে কারবারটি সুদী কারবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে প্রাপ্ত লাভ হালাল হবে না। এছাড়া মূল্য পরিশোধে বিলম্ব হলে মূল্য বাড়িয়ে নেওয়া যাবে না এবং চুক্তির শুরুতেও এমন শর্ত রাখা যাবে না।

-জামে তিরমিযী, হাদীস ১২৩৪; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ২১৭৪৩; শরহু মুখতাসারিত তাহাবী ৩/৫৫; বাদায়েউস সানায়ে ৪/৩৯৪; আলবাহরুর রায়েক ৬/১১৬; ফাতাওয়া হিন্দিয়া ৩/১৩; আদ্দুররুল মুখতার ৫/১৪৭

Read more Question/Answer of this issue