Zilhajj 1443 || July 2022

কামরুল ইসলাম - কাটিয়া, সাতক্ষীরা

৫৭৫৭. Question

আহমাদ জামীল আমার প্রতেবেশী। জীবিকার জন্য বিদেশ যাবে। তাই তার এখন অনেক টাকা প্রয়োজন। তার দুই বিঘা জমি আছে। তাতে সে মৌসুমি ফসল চাষ করত। এখন খালি পড়ে আছে। ওই জমির চারপাশে অনেকগুলো আমগাছ আছে। গাছগুলো আগামী পাঁচ বছরের জন্য আমার কাছে ভাড়া দিতে চাচ্ছে। ওই সময়ের মধ্যে গাছগুলোতে যে ফল হবে সব আমার হবে। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন, ফল গ্রহণের জন্য গাছ ভাড়া নেওয়া জায়েয নয়।

হুজুরের কাছে জানার বিষয় হল, ইমাম সাহেব কি ঠিক বলেছেন? বাস্তবেই কি ফল গ্রহণের জন্য গাছ ভাড়া নেওয়া জায়েয নয়? যদি জায়েয না হয়ে থাকে সেক্ষেত্রে যেহেতু তার এককালীন অনেক টাকা দরকার তাই ভাড়া চুক্তিটি বৈধভাবে করার কোনো পদ্ধতি আছে কি? জানিয়ে বাধিত করবেন।

Answer

ইমাম সাহেব সঠিক বলেছেন। ফল গ্রহণের উদ্দেশ্যে গাছ ভাড়া নেওয়া জায়েয নয়। তাই শুধু গাছ ভাড়া নেওয়া জায়েয হবে না। অবশ্য প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু উক্ত গাছগুলোর পাশে চাষাবাদের উপযুক্ত অনেক জমি আছে তাই পুরা জমি পাঁচ বছর চাষাবাদের জন্য ভাড়া নেওয়া যেতে পারে। তখন চাষাবাদের পাশাপাশি জমিটির সকল সুযোগ-সুবিধা এমনকি গাছের ফলও ভোগ করা আপনার জন্য বৈধ হবে।

-কিতাবুল আছল ৪/১২; বাদায়েউস সানায়ে ৪/১৭; তাকমিলাতুল বাহর ৮/২৪; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪১; রদ্দুল মুহতার ৬/৮; তাকরীরাতে রাফেয়ী ৫/১৪০

Read more Question/Answer of this issue