Zilhajj 1443 || July 2022

ফাহিমা আখতার - বসুন্ধরা, ঢাকা

৫৭৫৩. Question

আমি একটি কাপড়ের দোকান থেকে দুটি থ্রি-পিছ ক্রয় করি। ক্রয় করার সময় দোকানদার আমাকে এ কথা বলে, যা দেখার এখনই দেখে নিন, পরে কোনো সমস্যার কারণে ফেরত দিতে পারবেন না।

পরবর্তীতে আমি তার থেকে কেনা থ্রি-পিছে কিছু ত্রæটি দেখতে পাই। ফলে দোকানদারকে সেটা ফেরত দিতে চাই; কিন্তু সে ফেরত নিতে অস্বীকার করে এবং বলে, আমি আগেই বলেছিলাম, কোনো সমস্যার কারণে ফেরত দিতে পারবেন না, যা দেখার এখনই দেখে নিন।

আমার প্রশ্ন হল, বিক্রেতা ঐ কথাটি বলার পর যদি পণ্যের মধ্যে কোনো ধরনের ত্রæটি ধরা পড়ে, তাহলে কি ক্রেতার জন্য তা ফিরিয়ে দেয়ার অধিকার আছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে বিক্রেতা যেহেতু বিক্রির সময় বলে দিয়েছিল, ‘যা দেখার এখনই দেখে নিন, পরে কোনো সমস্যার কারণে ফেরত নেওয়া হবে না।সুতরাং এক্ষেত্রে ক্রেতা কোনো ত্রæটির কারণে পণ্যটি ফেরত দিতে পারবে না।

-কিতাবুল আছল ২/৪৮৮; মাবসূত, সারাখসী ১৩/৯১; খুলাসাতুল ফাতাওয়া ৩/৬৯; ফাতাওয়া খানিয়া ৩/১৫৯; আদ্দুররুল মুখতার ৫/৪২

Read more Question/Answer of this issue