মাকসূদুল আলম - লালমাটিয়া, ঢাকা
৫৭৫১. Question
আমার নানার ওপর অনেক আগেই হজ্ব ফরয হয়েছিল; কিন্তু তিনি তার হজ্ব আদায় করেননি। এখন তিনি বেশ বয়স্ক হয়ে গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এখন আর তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এ অবস্থায় তার পক্ষে হজে¦ যাওয়া সম্ভব নয়। তাই তার অনুমতি নিয়ে এ বছর আমরা একজনকে তার পক্ষ হতে বদলী হজ্ব করাতে চাচ্ছি।
মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, তার পক্ষ থেকে তার জীবদ্দশায় বদলী হজ্ব করানো সহীহ হবে কি?
Answer
আপনার নানা যেহেতু বার্ধক্যের কারণে তেমন চলাফেরা করতে পারছেন না এবং তার সুস্থ হওয়ারও সম্ভাবনা নেই তাই এ পরিস্থিতিতে তার পক্ষ থেকে বদলী হজ্ব করানো জায়েয হবে। এ ধরনের মাযুর ব্যক্তির জীবদ্দশায় বদলী হজ্ব করানো জায়েয। হযরত ফযল ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন-
أَنّ امْرَأَةً مِنْ خَثْعَمٍ، قَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أَبِي أَدْرَكَتْهُ فَرِيضَةُ اللهِ فِي الحَجِّ وَهُوَ شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى ظَهْرِ البَعِيرِ، قَالَ: حُجِّي عَنْهُ.
খাছআম গোত্রের এক মহিলা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতার ওপর আল্লাহ তাআলার বিধান হজ্ব ফরয হয়েছে। কিন্তু তিনি খুব বয়োবৃদ্ধ। উটের পিঠে সোজা হয়ে বসতে পারেন না। তিনি বললেন, তুমি তার পক্ষ থেকে হজ্ব আদায় করো। (জামে তিরমিযী, হাদীস ৯২৮)
-আলহাবীল কুদসী ১/৩৫৮; তাবয়ীনুল হাকায়েক ২/৪২৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৩৪; ফাতাওয়া খানিয়া ১/৩০৯; মাজমাউল আনহুর ১/৪৫৫