জাহিদুল কবির - শালিখা, মাগুরা
৫৭৫০. Question
আমি হজ্বে সাফা-মারওয়ায় সায়ী করার সময় তিনটি চক্কর দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরতে শুরু করে। শরীর খুব দুর্বল হয়ে পড়ায় তখন আমি সায়ী করা ছেড়ে দিয়ে হোটেলরুমে চলে আসি। পরে মোটামুটি সুস্থ হই। কিন্তু পরবর্তীতে আমি আর সায়ী করতে যাইনি। এখন এ কারণে কি আমার ওপর কোনো জরিমানা আসবে?
Answer
আপনি যেহেতু অসুস্থতার কারণে তখন সায়ী পূর্ণ করতে পারেননি, তাই সুস্থ হওয়ার পর আপনার জন্য করণীয় ছিল সায়ী পূর্ণ করে নেওয়া। যেহেতু আপনার সায়ীর অধিকাংশ চক্কর বাকি থেকে গিয়েছে তাই এখন আপনাকে জরিমানা স্বরূপ একটি দম দিতে হবে।
-মাবসূত, সারাখসী ৪/৫১; বাদায়েউস সানায়ে ২/৩১৮; আলবাহরুর রায়েক ৩/২৩; মানাসিকে মোল্লা আলী কারী, পৃ. ৩৫৫; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৭৭; রদ্দুল মুহতার ২/৫৫৩