Zilhajj 1443 || July 2022

আহমদ - মানিকগঞ্জ

৫৭৪৮. Question

আমি একজন কৃষক। আমার বিশ বিঘা জমি আছে। তন্মধ্যে দশ বিঘা জমির উৎপাদন আমার পরিবার নিয়ে চলার জন্য যথেষ্ট। বাকি দশ বিঘা জমির মূল্য হিসাব করে তার অর্ধেক দ্বারাই হজ্বের কাজ সম্পন্ন করা সম্ভব। জানতে চাচ্ছি, উপরোক্ত সূরতে আমার উপর কি হজ্ব ফরয হবে?

Answer

হাঁ, প্রশ্নোক্ত অবস্থায় উক্ত জমির কারণে আপনার উপর হজ্ব ফরয। কেননা, আপনার হজ্বের খরচ পরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ আছে। আর হজ্ব ফরয হওয়ার জন্য নদগ টাকা থাকা জরুরি নয়।

-উয়ূনুল মাসাইল, পৃ. ৪৩; বাদায়েউস সানায়ে ২/২৯৭; ফাতাওয়া খানিয়া ১/২৮২; আলবাহরুর রায়েক ২/৩১৩; রদ্দুল মুহতার ২/৪৬২

Read more Question/Answer of this issue