আমাতুল্লাহ - মোমেনশাহী
৫৭৪৭. Question
আমি জানতে চাচ্ছি, ইহরাম অবস্থায় চোখে সুরমা লাগানোর হুকুম কী?
Answer
ইহরাম অবস্থায় চোখে সুঘ্রাণমুক্ত সুরমা লাগানো জায়েয। তবে ইহরাম অবস্থায় সাজসজ্জা করা যেহেতু মাকরূহ, তাই ঘ্রাণমুক্ত সুরমা হলেও লাগানো মাকরূহ হবে।
উল্লেখ্য, সুরমা সুঘ্রাণযুক্ত হলে ব্যবহার করা যাবে না। সুঘ্রাণযুক্ত সুরমা ১/২ বার ব্যবহার করলে সদাকাতুল ফিতর সমপরিমাণ সদকা ওয়াজিব হবে। এর বেশি হলে দম ওয়াজিব হবে।
-মাবসূত, সারাখসী ৪/১২৪; ফাতাওয়া খানিয়া ১/২৮৬; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৮৮; আলবাহরুল আমীক ২/৮২৯; মানাসিকে মোল্লা আলী কারী, পৃ. ১২২, ৩১৩