Zilhajj 1443 || July 2022

মুহাম্মাদ খলিলুর রহমান - সিরাজদিখান, মুন্সিগঞ্জ

৫৭৪৬. Question

বাজারে আমার একটি দোকান আছে। সেই দোকানের আয় দিয়েই আমার সংসার চলে। এছাড়া আমার অন্য কোনো জমিজমা নেই। দোকানে এখন প্রায় চার লক্ষ টাকার পণ্য রয়েছে। এখান থেকে তিন অথবা সাড়ে তিন লক্ষ টাকার পণ্য বিক্রি করে যদি হজ্ব আদায় করি তাহলে আমার ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, উক্ত দোকানের কারণে আমার উপর হজ্ব ফরয হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত দোকানের মালের কারণে আপনার উপর হজ্ব ফরয হবে না। কেননা, উক্ত দোকানের আয়ের উপর যেহেতু আপনার সংসার নির্ভরশীল। আর এখান থেকে হজে¦র খরচ করলে ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই এই দোকানের সম্পদের কারণে আপনার উপর হজ্ব ফরয হবে না।

-ফাতাওয়া খানিয়া ১/২৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭৭; ফাতহুল কাদীর ২/৩২২; আলবাহরুর রায়েক ২/৩১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৮৩

Read more Question/Answer of this issue