Zilhajj 1443 || July 2022

আব্দুল্লাহ - খুলনা

৫৭৪৪. Question

আমার আগে থেকেই মাদরাসার মসজিদে আযান দেওয়ার দায়িত্ব ছিল। মসজিদের পাশেই ইমাম সাহেব হুজুরের কামরা। সেখানে গিয়ে আযান দিতে হত। গত রমযানে ইতিকাফে বসার সুযোগ হয়। তখন আমি ছাড়া আযান দেওয়ার মতো অন্য কেউ ছিল না। প্রথমে আমি আযান দেওয়ার জন্য সেখানে যেতে রাজি হইনি। তখন মুহতামিম সাহেব হুজুর বললেন, আযান দেওয়ার জন্য মসজিদের বাইরে গেলে এতেকাফ ভাঙ্গে না। একথা শুনে আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত আযান দেওয়ার জন্য মসজিদের বাইরে যেতাম। কিন্তু তখন থেকেই বিষয়টা নিয়ে বেশ সন্দেহে ছিলাম।

তাই হযরতের কাছে জানতে চাই, আমার ওই রমযানের ইতিকাফটি কি সহীহ হয়েছিল? জানালে উপকৃত হব।

Answer

হাঁ, আপনার ইতিকাফ সহীহ হয়েছে। আযানের ব্যবস্থা মসজিদের বাইরে থাকলে আযান দেওয়ার প্রয়োজনে ইতিকাফকারীর জন্য মসজিদের বাইরে যাওয়া জায়েয। এতে ইতিকাফ নষ্ট হবে না। তবে আযান শেষে বিলম্ব না করে মসজিদে ফিরে আসতে হবে।

-কিতাবুল আছল ২/১৯১; ফাতাওয়া খানিয়া ১/২২৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৯; আলমুহীতুল বুরহানী ৩/৩৮০; রদ্দুল মুহতার ২/৪৪৫

Read more Question/Answer of this issue