মুহাম্মাদ ওয়ালিউল্লাহ - সিরাজগঞ্জ
৫৭৪৩. Question
গত রমযানে আমি রোযা অবস্থায় চোখে সুরমা লাগাই। তখন আমার এক বন্ধু আমাকে বলে যে, রোযা রেখে চোখে সুরমা লাগানো নিষেধ এতে রোযার ক্ষতি হয়। মুহতারামের কাছে জানতে চাই, আমার বন্ধুর কথা কি ঠিক? রোযা রেখে চোখে সুরমা লাগালে কি রোযার কোনো ক্ষতি হয়?
Answer
না, রোযা রেখে চোখে সুরমা লাগালে রোযার কোনো ক্ষতি হয় না। সুতরাং আপনার বন্ধুর কথা সঠিক নয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযার কোনো ক্ষতি হয়নি। তা সহীহ হয়েছে।
-কিতাবুল আছল ২/১৭১; বাদায়েউস সানায়ে ২/২৪৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৬১