সালমান আদীব - ফেনী
৫৭৪২. Question
আমাদের এলাকায় একজন বয়োবৃদ্ধ মাযুর ব্যক্তি আছেন। যিনি রোযা রাখতে অক্ষম এবং খুবই দরিদ্র। ফিদইয়া আদায় করার মত সামর্থ্য তার নেই। মুহতারাম মুফতী সাহেবের নিকট তিনি জানতে চান, এখন তার করণীয় কী?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি ঐ বয়োবৃদ্ধ মাযুর লোকটি রোযা রাখতে অক্ষম হন এবং দরিদ্রতার কারণে ফিদইয়া আদায় করতেও সক্ষম না হন, তাহলে তার করণীয় হল, আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করা। অবশ্য পরবর্তীতে যদি কখনও ফিদইয়া আদায় করার মত সক্ষমতা হয় তাহলে পেছনের ফিদইয়াগুলো আদায় করে দিতে হবে।
-ফাতহুল কাদীর ২/২৭৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৩১; আলবাহরুর রায়েক ২/২৮৬; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৭০১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৬৫