Zilhajj 1443 || July 2022

মুহাম্মাদ জাহিদুল আরিফীন - চট্টগ্রাম

৫৭৪১. Question

আমার চাচাত ভাই অনেক গরীব। আমি চাচ্ছি আমার যাকাতের টাকা থেকে তাকে এক বা দুই লক্ষ টাকা দিতে। যাতে সে কোনো ব্যবসা বা বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে পারে। জানার বিষয় হল, আমার এই পুরো টাকাটা যাকাত হিসেবে গণ্য হবে, নাকি নেসাব পরিমাণ টাকা যাকাত হিসেবে গণ্য হবে। আর অতিরিক্ত টাকা দান হিসাবে গণ্য হবে? কেননা যাকাতগ্রহীতা সাধরণত ৪৮ বা ৫০ হাজার টাকায় নেসাবের মালিক হয়ে যাচ্ছে।

Answer

যাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তিকে নেসাবের পরিমাণের চেয়ে বেশি দিলেও পুরোটাই যাকাত হিসেবে আদায় হয়ে যায়। তাই চাচাত ভাইকে প্রশ্নোক্ত উদ্দেশ্যে দুই লক্ষ টাকা যাকাতের নিয়তে দিলে পুরো টাকাই যাকাত হিসেবে গণ্য হবে। তবে কোনো ব্যক্তিকে এই পরিমাণ যাকাতের টাকা দেওয়া মাকরূহ হবে, যা প্রয়োজনে খরচ করার পরও তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থেকে যায়।

প্রকাশ থাকে যে, শরীয়তের দৃষ্টিতে যাকাত হল গরিবদের আপৎকালীন প্রয়োজন পূরণের মাধ্যম। তাই এ টাকা দিয়ে কাউকে বিদেশে পাঠানো কিংবা ব্যবসার পুঁজি হিসাবে দেওয়া ঠিক নয়। অতএব উক্ত উদ্দেশ্যে চাচাত ভাইকে টাকা দিতে চাইলে নফল দান থেকে দেওয়া অধিক মুনাসিব হবে।

-কিতাবুল আছল ২/১২৫; খিযানাতুল আকমাল ১/২৭২; মুখতারাতুন নাওয়াযেল ১/৪৪১; আলমুহীতুল বুরহানী ৩/২১৯; আলবাহরুর রায়েক ২/২৪৯; আদ্দুররুল মুখতার ২/৩৫৩

Read more Question/Answer of this issue