Zilhajj 1443 || July 2022

আহমাদ আফীফ - পাবনা

৫৭৪০. Question

গত রমযানের শেষের দিকে আমার পুত্র সন্তান জন্ম লাভ করে। বিভিন্ন কারণে তার সদকাতুল ফিতর আদায় করতে ভুলে যাই। এতদিন পর তার পক্ষ থেকে কি সদকাতুল ফিতর আদায় করতে হবে?

Answer

হাঁ, আপনার পুত্র সন্তানের পক্ষ থেকে উক্ত সদকাতুল ফিতর আদায় করতে হবে। কেননা, সদকাতুল ফিতর সময়মত আদায় করা না হলে বিলম্বে হলেও তা আদায় করা আবশ্যক থাকে।

-কিতাবুল আছল ২/২০৫; শরহু মুখতাসারিত তাহাবী ২/৩৫০; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ১৩৮; বাদায়েউস সানায়ে ২/২০৭ ফাতহুল কাদীর ২/২৩২; রদ্দুল মুহতার ২/৩৫৮

Read more Question/Answer of this issue