Zilhajj 1443 || July 2022

মুহাম্মাদ যাকির - হেমায়েতপুর, সাভার, ঢাকা

৫৭৩৯. Question

আমার একটি চামড়ার আড়ত আছে। সেখানে কাঁচা চামড়া ক্রয় করে পরিষ্কার করি এবং তা শুকানোর পর অন্যত্র বিক্রি করে দেই। আমি চামড়া পরিষ্কার ও সংরক্ষণ করার জন্য একত্রে কয়েক লক্ষ টাকার লবণ ক্রয় করে রেখে দেই। মাঝেমধ্যে পুরো বছর লবণ ব্যবহার করার পরও অনেক লবণ বেঁচে যায়। আমার জানার বিষয় হল, ব্যবসার অন্যান্য মালের মত এ লবণেরও কি যাকাত দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ব্যবসার মূল পণ্য যেহেতু চামড়া। মজুদকৃত লবণ ব্যবসার পণ্যের অংশ নয়। বরং তা চামড়া প্রস্তুতকরণের মাধ্যম মাত্র। তাই উক্ত লবণের উপর যাকাত ফরয হবে না।

-মাবসূত, সারাখসী ২/১৯৮; খিযানাতুল আকমাল ১/২৮০; মুখতারাতুন নাওয়াযেল ১/৪৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০; আদ্দুররুল মুখতার ২/২৬৫

Read more Question/Answer of this issue