Zilhajj 1443 || July 2022

আবদুল কাদের - মাসনা, যশোর

৫৭৩৭. Question

গত দুই মাস আগে আমার চাচাতো ভাই রোড এক্সিডেন্টে আহত হন। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে ক্ষত হয়ে যায় এবং হাসপাতালে এক দিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই ইনতিকাল করেন। ইনতিকালের পর তার শরীরের ব্যান্ডেজগুলো খুলে ভালোভাবে গোসল দিয়ে কাফন পরানো হলে তার শরীরের বিভিন্ন ক্ষত থেকে রক্ত বের হয়ে কাফন ভিজে যায়। এসব নাপাক রক্ত ধোয়া ছাড়াই জানাযার নামায আদায় করা হয়। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, মৃতব্যক্তিকে গোসল দিয়ে কাফন পরানোর পর তার শরীর থেকে রক্ত বা অন্য কোনো নাপাকি বের হয়ে মৃতব্যক্তির কাফন ও শরীরে লাগলে তা ধোয়া ছাড়া জানাযার নামায সহীহ হবে কি? জানিয়ে বাধিত করবেন।

Answer

মৃতব্যক্তিকে কাফন পরানোর পর তার শরীর থেকে রক্ত অথবা অন্য কোনো নাপাকি বের হলে তা ধোয়া ছাড়াই জানাযার নামায সহীহ হয়ে যাবে। তবে ধোয়া সম্ভব হলে ধুয়ে নেওয়া ভালো। আর গোসল করানোর পর কাফন পরানোর পূর্বে কোনো নাপাকি বের হলে তা ধুয়ে ফেলবে। এক্ষেত্রে পুনরায় ওযু অথবা গোসল করানোর প্রয়োজন নেই।

-আলহাবিল কুদসী ১/২৫৭; বাদায়েউস সানায়ে ২/২৭; ফাতাওয়া খানিয়া ১/১৮৭; মাজমাউল আনহুর ১/২৬৫; হালবাতুল মুজাল্লী ২/৫৯৯

Read more Question/Answer of this issue