Zilhajj 1443 || July 2022

মুইনুদ্দীন - কক্সবাজার

৫৭৩৫. Question

আমি নফল নামাযে সূরা সাজদা তিলাওয়াত করছিলাম। এ সূরার মধ্যে যে সিজদার আয়াত আছে তা জানা ছিল। কিন্তু তখন বিষয়টি আমার স্মরণে না থাকায় আমি সূরা শেষ করে স্বাভাবিকভাবে রুকু-সিজদা আদায় করি। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সিজদার আয়াতের বিষয়টি মনে পড়লে সাথে সাথে আমি সিজদা আদায় করে নিই। এরপর নামায শেষে সাহু সিজদাও আদায় করি। কিন্তু এক্ষেত্রে সাহু সিজদা করতে হবে কি না তা আমার কাছে স্পষ্ট নয়। তাই মুহতারামের কাছে বিষয়টি স্পষ্ট করার আশা করছি।

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা করাটা মাসআলাসম্মতই হয়েছে। কেননা, নামাযে সিজদার আয়াত তিলাওয়াতের পর যদি ভুলে দুই আয়াত পরিমাণ তিলাওয়াতের পরও সিজদা আদায় না করা হয় তাহলে স্মরণ হওয়া মাত্র সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে এবং ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে নামায শেষে সাহু সিজদা দিতে হবে।

-বাদায়েউস সানায়ে ১/৪০২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৯; হালবাতুল মুজাল্লী ২/৫৮০; আদ্দুররুল মুখতার ২/১০৯; রদ্দুল মুহতার ২/১০৯, ১১১; ইমদাদুল ফাতাওয়া ১/৩৬১

Read more Question/Answer of this issue