Zilhajj 1443 || July 2022

আহমদ জামিল - ত্রিশাল, মোমেনশাহী

৫৭৩৪. Question

গত এক মাস আগে আমাদের মসজিদে একজন হাফেজ সাহেবকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি নামাযের শুরুতে তাকবীরে তাহরীমা অর্থাৎ আল্লাহু আকবারএকটু টেনে দীর্ঘ স্বরে আদায় করে থাকেন। বিধায় কিছু মুসল্লিকে দেখা গেছে যে, তারা ইমাম সাহেবের সাথেই হাত উঠিয়েছেন এবং আল্লাহু আকবারবলা শুরু করেছেন। কিন্তু ইমাম সাহেবের আল্লাহু আকবারপুরো বাক্য বলা শেষ হওয়ার আগেই তাদের আল্লাহু আকবারবলা শেষ হয়ে যায়। তাই মুহতারাম মুফতী সাহেবের নিকট আমাদের জানার বিষয় হল, কেউ যদি ইমাম সাহেবের সাথেই হাত উঠায় এবং হাত বাঁধে, কিন্তু ইমাম সাহেবের আল্লাহু আকবারবলা শেষ হওয়ার আগেই তার আল্লাহু আকবারবলা শেষ হয়ে যায়। তাহলে ইমাম সাহেবের সাথে আদায় করা তার ওই নামায সহীহ হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

মুক্তাদির তাকবীরে তাহরীমা অর্থাৎ আল্লাহু আকবারবলা ইমামের তাকবীরে তাহরীমার পর শেষ হতে হবে। ইমাম সাহেবের আল্লাহু আকবারসমাপ্ত হওয়ার আগেই যদি কোনো মুক্তাদির আল্লাহু আকবারবলা শেষ হয়ে যায় তাহলে ওই মুক্তাদির নামায সহীহ হবে না।

প্রকাশ থাকে যে, নামাযের শুরুতে হাত উঠানো এবং হাত বাঁধা সুন্নত এবং মুক্তাদির জন্য এগুলোও ইমামের পরেই হওয়া সুন্নত। সুতরাং তাকবীর সময়মতো হলে হাত উঠানো বা হাত বাঁধা ইমামের আগে হয়ে গেলেও নামায আদায় হয়ে যাবে। যদিও এমনটি করা নিয়মসম্মত নয়।

-মাবসূত, সারাখসী ১/৩৭; উয়ূনুল মাসাইল, পৃ. ২২; মুখতারাতুন নাওয়াযিল ১/২৫৯ ফাতাওয়া খানিয়া ১/৮৭; মাজমাউল আনহুর ১/১৩৯ আদ্দুররুল মুখতার ১/৪৮০

Read more Question/Answer of this issue