আহমদ জামিল - ত্রিশাল, মোমেনশাহী
৫৭৩৪. Question
গত এক মাস আগে আমাদের মসজিদে একজন হাফেজ সাহেবকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি নামাযের শুরুতে তাকবীরে তাহরীমা অর্থাৎ ‘আল্লাহু আকবার’ একটু টেনে দীর্ঘ স্বরে আদায় করে থাকেন। বিধায় কিছু মুসল্লিকে দেখা গেছে যে, তারা ইমাম সাহেবের সাথেই হাত উঠিয়েছেন এবং ‘আল্লাহু আকবার’ বলা শুরু করেছেন। কিন্তু ইমাম সাহেবের ‘আল্লাহু আকবার’ পুরো বাক্য বলা শেষ হওয়ার আগেই তাদের ‘আল্লাহু আকবার’ বলা শেষ হয়ে যায়। তাই মুহতারাম মুফতী সাহেবের নিকট আমাদের জানার বিষয় হল, কেউ যদি ইমাম সাহেবের সাথেই হাত উঠায় এবং হাত বাঁধে, কিন্তু ইমাম সাহেবের ‘আল্লাহু আকবার’ বলা শেষ হওয়ার আগেই তার ‘আল্লাহু আকবার’ বলা শেষ হয়ে যায়। তাহলে ইমাম সাহেবের সাথে আদায় করা তার ওই নামায সহীহ হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
Answer
মুক্তাদির তাকবীরে তাহরীমা অর্থাৎ ‘আল্লাহু আকবার’ বলা ইমামের তাকবীরে তাহরীমার পর শেষ হতে হবে। ইমাম সাহেবের ‘আল্লাহু আকবার’ সমাপ্ত হওয়ার আগেই যদি কোনো মুক্তাদির ‘আল্লাহু আকবার’ বলা শেষ হয়ে যায় তাহলে ওই মুক্তাদির নামায সহীহ হবে না।
প্রকাশ থাকে যে, নামাযের শুরুতে হাত উঠানো এবং হাত বাঁধা সুন্নত এবং মুক্তাদির জন্য এগুলোও ইমামের পরেই হওয়া সুন্নত। সুতরাং তাকবীর সময়মতো হলে হাত উঠানো বা হাত বাঁধা ইমামের আগে হয়ে গেলেও নামায আদায় হয়ে যাবে। যদিও এমনটি করা নিয়মসম্মত নয়।
-মাবসূত, সারাখসী ১/৩৭; উয়ূনুল মাসাইল, পৃ. ২২; মুখতারাতুন নাওয়াযিল ১/২৫৯ ফাতাওয়া খানিয়া ১/৮৭; মাজমাউল আনহুর ১/১৩৯ আদ্দুররুল মুখতার ১/৪৮০