রায়হান - টাঙ্গাইল
৫৭৩৩. Question
কুরবানীর ঈদের দুদিন আগে অর্থাৎ যিলহজ্বের আট তারিখ রাতে আমি এশার নামাযের কথা ভুলে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠতে উঠতে ফজরের নামাযও কাযা হয়ে যায়। সকাল সাতটার দিকে আমি এশা ও ফজর একসাথে কাযা করি এবং প্রত্যেকটির পর তাকবীরে তাশরীক পড়ি। এখন জানার বিষয় হল, এই দুই কাযা নামাযের প্রত্যেকটির পর আমার উপর তাকবীরে তাশরীক পড়া কি ওয়াজিব হয়েছিল?
Answer
আপনার উপর শুধু ফজর নামাযের কাযা পড়ার পর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব হয়েছিল; এশার কাযা পড়ার পর নয়। কেননা তাকবীরে তাশরীক পড়ার সময় হল, যিলহজ্বের নয় তারিখের ফজর থেকে তের তারিখের আসর পর্যন্ত। এ সময়ের ভেতর কোনো নামায কাযা হলে এবং এ সময়ের ভেতরেই তা আদায় করলে তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব হয়। কিন্তু এ সময়ের পূর্বে কাযা হওয়া কোনো নামায এ সময়ের ভেতর আদায় করলে তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব হয় না। তাই আপনার এশা যেহেতু এ সময়ের পূর্বে আট তারিখে কাযা হয়েছিল তাই তা আদায়ের পর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব ছিল না।
-মুখতারাতুন নাওয়াযিল ১/৩৯৫; বাদায়েউস সানায়ে ১/৪৬৪; তাবয়ীনুল হাকায়েক ১/৫৪৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১২; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৪২