Zilhajj 1443 || July 2022

আবদুর রহমান - কুমিল্লা

৫৭৩১. Question

কিছুদিন আগে আমার কয়েক ওয়াক্ত নামায ছুটে যায়। ওই কাযা নামাযগুলো আদায় করার পূর্বেই অনেক অসুস্থ হয়ে পড়ি। যার দরুন তায়াম্মুম করে ইশারায় নামায আদায় করছিলাম। এই অবস্থাতেই তায়াম্মুম দ্বারা ইশারায় উক্ত কাযা নামাযগুলো আদায় করেছি। কিছুদিন পর আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। মুহতারামের কাছে জানতে চাই, অসুস্থ অবস্থায় তায়াম্মুম করে ইশারায় যেই কাযা নামাযগুলো আদায় করেছি তা কি আদায় হয়েছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে অসুস্থ অবস্থায় তায়াম্মুম করে ইশারার সাথে সুস্থ অবস্থার ছুটে যাওয়া যে নামাযগুলোর কাযা আদায় করেছেন তা সহীহ হয়েছে। পুনরায় পড়তে হবে না।

-বাদায়েউস সানায়ে ১/৫৬৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯১; আলবাহরুর রায়েক ২/১৩৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৮; আদ্দুররুল মুখতার ২/৭৬

Read more Question/Answer of this issue