Zilhajj 1443 || July 2022

আলআমীন - মৌলভীবাজার

৫৭৩০. Question

নামাযের শেষ বৈঠকে কেউ ভুলে দুইবার তাশাহহুদ পড়ে ফেললে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে কি?

Answer

না, শেষ বৈঠকে তাশাহহুদ দুইবার পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে তাশাহহুদ একবার পড়াই নিয়ম। তাই ইচ্ছাকৃতভাবে এমনটি করবে না। ভুলে হলে অসুবিধা নেই।

-আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪৪; আযযাখীরাতুল বুরহানিয়া ২/২৫৬; ফাতহুল কাদীর ১/৪৩৯; শরহুল মুনইয়া, পৃ. ৪৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭

Read more Question/Answer of this issue