রাফি - খুলনা
৫৭২৮. Question
আমার মামার দুই পরিবার। এক পরিবার ঢাকায় থাকে। আরেক পরিবার বরিশালে। উভয় পরিবারের সন্তানদের খরচ তিনিই বহন করেন। তবে মামা বছরের অধিকাংশ সময় ঢাকায়ই থাকেন। বছরে এক-দুইবার বরিশালে আসেন। তাও দু-একদিন থেকে চলে যান। কয়েকদিন আগে তিনি বরিশাল এসে আসরের নামাযের ইমামতি করেন। নামায শেষে কেউ আপত্তি তুলল যে, তার পেছনে আমাদের আসরের নামায চার রাকাত পড়া সঠিক হয়নি। কারণ, তিনি তো মুসাফির। দুয়েকদিন থেকে আবার ঢাকায় চলে যাবেন! মামা উত্তরে বললেন, আমি মুসাফির হব কেন? এটাও তো আমার বাড়ি। এখানে এক দিনের জন্য এলেও আমি মুকীম হিসাবেই গণ্য হব।
এখন মুফতী সাহেবের নিকট জানতে চাই, এভাবে তিনি বছরে এক-দুই দিনের জন্য এই পরিবারের কাছে বেড়াতে এলে কি তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন, নাকি মুকীম হিসাবে গণ্য হবেন?
Answer
আপনার মামার এক পরিবার যেহেতু বরিশালে স্থায়ীভাবে বসবাস করেন, তাই সেটাও তার আসল বাড়ি হিসেবে গণ্য হবে। সুতরাং সেই এলকায় প্রবেশ করা মাত্রই তিনি মুকীম গণ্য হবেন। এমনকি দুয়েকদিন অবস্থান করলেও তিনি মুকীম হবেন। সুতরাং আপনার মামা আসরের নামায চার রাকাত পড়িয়ে ঠিকই করেছেন।
-বাদায়েউস সানায়ে ১/২৮০; আলমুহীতুল বুরহানী ২/৪০২; তাবয়ীনুল হাকায়েক ১/৫১৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২; শরহুল মুনইয়া পৃ. ৫৪৪