Zilhajj 1443 || July 2022

সুলতান মাহমুদ - মিডফোর্ট, ঢাকা

৫৭২৭. Question

আমার চাচার পিঠে বড় অপারেশন হয়েছে। সে স্থানে রক্ত-পানি বের হওয়ার জন্য পাইপ লাগিয়ে দিয়েছে। এভাবে ৭২ ঘণ্টা থাকতে হবে। উক্ত পাইপ দিয়ে কিছুক্ষণ পর পর রক্ত-পানি গড়িয়ে পড়ছে। এখন আমার চাচা নামাযের জন্য কীভাবে পবিত্রতা অর্জন করবে?

Answer

আপনার চাচার অপারেশনের স্থান থেকে যেহেতু অনবরত রক্ত-পানি বের হচ্ছে, তাই এ অবস্থায় তিনি মাযুর গণ্য হবেন। তিনি প্রতি ওয়াক্তে ওযু করবেন। উক্ত ওযু দিয়ে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ফরয, নফলসহ যে কোনো নামায আদায় করতে পারবেন। প্রতি ওয়াক্তে একবার ওযু করার পর উক্ত ক্ষত থেকে রক্ত-পানি বের হলেও ওযু নষ্ট হবে না। তবে এই সময়ের ভেতর ওযু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া গেলে এর কারণে ওযু ভেঙ্গে যাবে। আর যতক্ষণ পর্যন্ত রক্তপানি বের হবে উক্ত মাযুরের বিধান বহাল থাকবে। যখন থেকে পূর্ণ এক ওয়াক্ত সময়ের মধ্যে একবারও রক্তপানি বের হবে না তখন মাযুরের হুকুম থাকবে না।

-কিতাবুল আছল ১/৫১; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৪০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬; আলবাহরুর রায়েক ১/২১৫

Read more Question/Answer of this issue