Zilhajj 1443 || July 2022

মুহাম্মাদ রাহীব - আখাউড়া, বি.বাড়িয়া

৫৭২৫. Question

আমার বাসা রেল স্টেশনের পাশে অবস্থিত। এই স্টেশন থেকে রেলগাড়ীর ট্যাংকিতে পানি নেওয়া হয়। একদিন দেখি, একটা ছেলে রেলগাড়ীর ট্যাংকিতে পেশাব করছে। এরপর থেকে আমি রেলের পানি ব্যবহার করি না। আমার সন্দেহ হয় যে, পানিগুলো নাপাক। অথচ পানির রং ও স্বাদ সব ঠিক আছে। সাধারণ যাত্রীগণ বিনা সন্দেহে এসব পানি ব্যবহার করে। এখন প্রশ্ন হল, রেলগাড়ীর পানি কি নাপাক? এসব কারণে কি তায়াম্মুম করা যাবে?

Answer

সাধারণত ট্রেনে পবিত্র পানিই সরবরাহ করা হয়ে থাকে। সুতরাং আপনি যেবার ঐ ঘটনা দেখেছেন সেবার ওই পানি ব্যবহার না করা ঠিক হয়েছে। কিন্তু উক্ত ঘটনার কারণে পরবর্তীতেও ট্রেনের পানি নিয়ে সন্দেহ পোষণ করা ঠিক নয়; বরং ট্রেনের পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে কোনো অসুবিধা নেই। আর ট্রেনে পানি থাকা অবস্থায় শুধু সন্দেহের কারণে তায়াম্মুম করা জায়েয হবে না।

উল্লেখ্য, রেল কর্তৃপক্ষের কর্তব্য হল, প্রশ্নে বর্ণিত অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

-কিতাবুল আছল ১/৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৬৯; আদ্দুররুল মুখতার ১/১৫১

Read more Question/Answer of this issue