Zilhajj 1443 || July 2022

আরীফ - ভোলা

৫৭২৪. Question

আমি কখনো কখনো ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যাই। আমরা জানি, খাবারের শুরুতে দুআ পড়তে ভুলে গেলে খাবারের মাঝখানে দুআ পড়ে নেওয়া যায়। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে ওযুর মাঝখানে পড়ে নেওয়ার দ্বারা কি সুন্নত আদায় হবে না? একজন মাওলানা সাহেবকে বলতে শুনেছি, ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে মাঝখানে পড়ার দ্বারা নাকি সুন্নত আদায় হবে না। জানতে চাই, উক্ত মাওলানা সাহেবের কথা কি ঠিক?

Answer

হাদীসে ওযুর শুরুতেই বিসমিল্লাহ বলার কথা এসেছে। তাই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া না হলে উক্ত সুন্নত আদায় হবে না। তবে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর মাঝে বিসমিল্লাহ পড়া যাবে না- এমনটাও নয়; বরং ওযুর মাঝে বিসমিল্লাহর কথা স্মরণ হলেও কোনো কোনো ফকীহ তখন তা পড়ে নিতে বলেছেন। এছাড়া কোনো কোনো ফকীহ ওযুর প্রত্যেক অঙ্গ ধোয়ার সময়ও বিসমিল্লাহ পড়ার কথা বলেছেন। তাই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলেও মাঝখানে পড়ে নেবে।

-মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ১৪, ১৭; মুসনাদে আবি ইয়ালা, হাদীস ৪৬৬৮; নুখাবুল আফকার ১/১৩৯; তাবয়ীনুল হাকায়েক ১/৩৪; ফাতহুল কাদীর ১/২১; আলবাহরুর রায়েক ১/২০; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৮২; আলমুগনী, ইবনে কুদামা ১/১৪৬

Read more Question/Answer of this issue