মুহাম্মাদ ইমরান - নাটোর
৯০৮. Question
লোকমুখে প্রসিদ্ধ আছে যে, হযরত শীছ আ. জান্নাতের হুরকে বিয়ে করেছেন। কথাটি শুনতে যদিও অবিশ্বাস্য মনে হয় কিন্তু নবীদের অনেক অলৌকিক ঘটনা রয়েছে। তাই এ ব্যাপারটির বাস্তবতা সম্পর্কে জানিয়ে উপকৃত করবেন।
Answer
কথাটির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ইতিহাসে তো বরং হযরত শীছ আ. ‘মিশান’ নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন বলে পাওয়া যায়। সে ছিল আদমসন্তান।
-আলকামেল ১/৪৮