মুহাম্মাদ ইমরান - নাটোর
৯০৭. Question
আশারা মুবাশশার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাত্র এই ১০ জনকেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন? তবে এই ১০ জন এই বিশেষণে প্রসিদ্ধ হওয়ার কারণ কী?
Answer
আশারা মুবাশশারা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যবান মুবারক থেকে একই সাথে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবায়ে কেরামকে বোঝানো হয়। তাঁরা হলেন ১. আবু বকর সিদ্দীক রা., ২. উমর ইবনুল খাত্তাব রা., ৩. উসমান ইবনে আফফান রা., ৪. আলী ইবনে আবী তালিব রা., ৫. ত্বলহা রা., ৬. যুবায়ের রা., ৭. আব্দুর রহমান ইবনে আউফ রা., ৮. সাআদ ইবনে আবী ওয়াক্কাস রা., ৯. সাঈদ ইবনে যায়েদ রা., ১০. আবু উবায়দা ইবনুল জাররাহ রা.। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এ দশজনকেই জান্নাতের সুসংবাদ প্রদান করেননি; বরং তিনি অনেক সাহাবায়ে কেরামকে ভিন্ন ভিন্নভাবে তাঁদের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। তবে এই দশজনের জান্নাতের সুসংবাদ প্রদান একই সাথে হওয়ায় তাঁরাই আশারায়ে মুবাশ্শারা তথা সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি নামে প্রসিদ্ধি লাভ করেছেন।
-জামে তিরমিযী ২/২১৫ হাদীস ৩৭৪৭; মিরকাতুল মাফাতীহ ১১/৩৫৯; ফয়যুল কাদীর ১/৯০, হাদীস ৭৩৬; তুহফাতুল আহওয়াযী ১০/১৭১, হাদীস ৩৯৯৪