মাওলানা শাহাদত - মানিকগঞ্জ
২১৯৭. Question
জনৈক ইমাম সাহেব ফজরের নামাযে সূরা কিয়ামার
ولو القى معاذيرة
এর স্থলে
ولو القى مأذيرة
পড়েছেন। অর্থাৎ আইনের স্থলে হামযা পড়েছে। জানিয়ে বাধিত করবেন যে, তার নামায কী হয়েছে?
Answer
উক্ত ভুলের কারণে অর্থের এমন বিকৃতি ঘটেনি, যার দ্বারা নামায নষ্ট হয়ে যায়। তাই তার নামায আদায় হয়ে গেছে।
-শরুহুল মুনইয়া ৪৭৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৮০; রদ্দুল মুহতার ১/৬৩৩