মুহাম্মাদ গোলাম মোস্তফা - দিলালপুর, মুরাদনগর, কুমিল্লা
৯০১. Question
আমি যদি কোনো জিনিস ১০ টাকায় ক্রয় করে সময় সুযোগে ওই জিনিসটা ১০০ টাকায় বিক্রি করি তাহলে জায়েয হবে কি?
Answer
কোনো পণ্যের বাজারদর পূর্বের মূল্যের চেয়ে বৃদ্ধি পেলে তা বাজারদর অনুযায়ী বর্ধিত মূল্যে বিক্রয় করা জায়েয। যেমন, কেউ ৩ বছর আগে ১ ভরি স্বর্ণ কিনেছে ৬ হাজার টাকায় এখন বাজারদর অনুযায়ী তা বিক্রি করেছে ১৭,০০০ টাকায়। এমনিভাবে কেউ কয়েক বছর পূর্বে ১ কাঠা জমি কিনেছে ১ লক্ষ টাকায়। এখন তা বিক্রি করেছে ১০ লক্ষ টাকায়। কিন্তু খরিদদার ব্যক্তি পণ্যের গুণ ও বাজারদর সম্পর্কে অবহিত না হওয়ায় তাকে ধোঁকা দিয়ে ১০ টাকার পণ্য ১০০ টাকা বা অযৌক্তিক মূল্যে বিক্রি করা নাজায়েয। এতে বিক্রেতা গুনাহগার হবে। এ গুনাহ থেকে বাঁচতে হলে ক্রেতাকে পুরো মূল্য ফেরত দিয়ে পণ্য ফেরত নিয়ে নিবে কিংবা বাজারের স্বাভাবিক মূল্যের অতিরিক্ত অংশ ক্রেতাকে ফেরত দিতে হবে। এছাড়া মার্কেটে হঠাৎ সংকট সৃষ্টি হওয়ার কারণে স্বাভাবিক দামের চেয়ে অল্প কিছু বেশি নেওয়ার অবকাশ আছে। কিন্তু এ সংকটকে সুযোগ হিসাবে নিয়ে অযৌক্তিক মূল্য নেওয়া নৈতিকতা ও শরীয়তের নির্দেশনা পরিপন্থী কাজ।
-মুসনাদে আহমাদ ৫/৫০৭; সুনানে আবু দাউদ ৪৮৯; তাবয়ীনুল হাকায়েক ৬/২৮; শরহুন নুকায়া ২/২৩৩; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩১২-৩১৩; ফাতাওয়া মুআসিরা, ইউসুফ কারযাভী ২/৪২৪-৪৪৩; মাজাল্লাতুল মাজমায়িল ফিকহিল ইসলামী ৪/২৮৮৭