আবু উসামা - খিলক্ষেত, ঢাকা
৮৯৯. Question
যিলহজ্বের পাঁচদিন প্রত্যেক নামাযের পর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। আমি জানতে চাই যে, ওই দিনগুলোতে যদি পিছনের কাযা নামায আদায় করি তাহলে তখন তাকবীর পড়তে হবে কি না? তেমনিভাবে ওই দিনগুলোর ছুটে যাওয়া নামায আদায় করার সময় তাকবীরে তাশরীক পড়তে হবে কি না? এ ব্যাপারে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাইনি।
Answer
বিগত দিনের কাযা নামায যিলহজ্বের ওই পাঁচদিনে আদায় করলে তখন তাকবীরে তাশরীক পড়তে হবে না। আর ওই পাঁচ দিনে কোনো নামায যদি কাযা হয়ে যায় এবং তা ওই পাঁচ দিনের মধ্যেই আদায় করা হয় তাহলে নামাযান্তে তাকবীরে তাশরীক পড়তে হবে। পক্ষান্তরে ওই দিনগুলোর কাযা হওয়া কোনো নামায পরবর্তীতে আদায় করলে তাকবীরে তাশরীক পড়তে হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ১/২১৬; আননাহরুল ফায়েক ১/৩৭৩; রদ্দুল মুহতার ২/১৭৯; ফাতহুল কাদীর ২/৫৮; তাবয়ীনুল হাকায়েক ১/২৬৯; আলবাহরুর রায়েক ২/১৬৬