Muharram 1428 || February 2007

হাফেজ মুহাম্মাদ মিছবাহ উদ্দীন - বি, বাড়িয়া

৮৯০. Question

আমি একজন গরীব পরিবারের ছেলে। আপনাদের দুআর বরকতে আল্লাহ পাক আমাকে হাফেজ বানিয়েছেন। আমি জানি যে, তারাবীহ পড়িয়ে টাকা নেওয়া জায়েয নেই। কিন্তু আমার পিতা না থাকায় এবং আর্থিক দুর্বলতার কারণে টাকার জন্য কিতাবখানায় পড়তে পারছি না। এখন জানার বিষয় হল, তারাবীর নামাযের টাকা নিয়ে লেখা-পড়া করতে পারব কি না? জানালে উপকৃত হব।

Answer

তারাবীহ পড়িয়ে টাকা নেওয়া যে নাজায়েয একথা তো আপনি নিজেই জানেন। আবার অনেক গরীব ছেলের রমজানে এধরনের আয়ের ব্যবস্থা না থাকা সত্ত্বেও তাদের পড়ালেখার ব্যবস্থা কোনো না কোনোভাবে হয়েই যাচ্ছে। এ বিষয়টিও আপনার অজানা থাকার কথা নয়। সুতরাং নাজায়েয আয় থেকে মনকে ফিরিয়ে ফেলুন। নিজের দরদী উস্তাদগণকে বিষয়টি খুলে বলুন এবং আল্লাহর উপর ভরসা করে পড়া-লেখা চালিয়ে যান। দেখবেন আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন।

-মুসনাদে আহমাদ ৩/৪২৮; শিফাউল আলীল রাসায়েলে ইবনে আবেদীন ১/১৭৮

Read more Question/Answer of this issue