আব্দুস শাকুর - ইমাম মসজিদুল আজম, টঙ্গী, ঢাকা
০৯৮৮. Question
আমার একটি হজ্ব কাফেলা আছে। আমি প্রতি বছর কিছু হাজ্বী নিয়ে হজ্বে যাই। গত বছর একজন হাজ্বী সাহেব ১০ তারিখ বড় শয়তানকে পাথর মারার পর কুরবানী করে মাথা মুণ্ডানোর আগেই তাওয়াফে যিয়ারত করে ফেলেন। এতে তিনি কী ধরনের ভুল করেছেন, তার উপর কি দম ওয়াজিব?
Answer
তাওয়াফে যিয়ারত মাথা মুণ্ডানোর পরে করা সুন্নত। ধারাবাহিকতা ভঙ্গের কারণে তার সুন্নত ছুটেছে। তবে তার উপর কোনো অতিরিক্ত দম বা জরিমানা আসবে না।
-রদ্দুল মুহতার ২/৫১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩২; তাবয়ীনুল হাকায়েক ২/৩৩