Muharram 1428 || February 2007

ইবরাহীম বিন হাবীব - ফরাজীবাড়ি, গোরাপুর, সদর, নোয়াখালী

০৯৮৬. Question

মাগরিবের সময় কতক্ষণ থাকে? এনিয়ে আমাদের মাঝে বিতর্কের সৃষ্টি হলে আমাদের গ্রামের একজন আলেম বলেছেন, ইশার সময় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মাগরিবের নামাযের সময় থাকে। তার কথার যথার্থতা জানতে চাই।

Answer

ওই আলেম যথার্থই বলেছেন। সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশের সাদা আভা থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। সাদা আভা চলে যাওয়ার পর থেকেই এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। মাগরিব আর এশার ওয়াক্তের মাঝে কোনো ফাঁকা সময় নেই। মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। শীত-গ্রীষ্মকাল ভেদে মাগরিবের ওয়াক্ত কম-বেশি হয়ে থাকে। সাধারণত মাগরিবের ওয়াক্ত এক ঘণ্টা বিশ মিনিট থেকে এক ঘণ্টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। তবে মাগরিবের নামায আউয়াল ওয়াক্তেই পড়া মুস্তাহাব। আর তারকাসমূহ উদ্ভাসিত হয়ে যায় এত বিলম্বে পড়া মাকরূহে তাহরীমী।

-রদ্দুল মুহতার ১/৩৬৮; কেফায়াতুল মুফতী ৩/২৯

Read more Question/Answer of this issue