Muharram 1428 || February 2007

মুহাম্মাদ হুজায়ফা - মাদরাসা হামিউসসুন্নাহ, পির্জাবাদ উপশহর, রংপুর

০৯৮৫. Question

যদি কোনো মহিলার স্বামী মারা যায় অথবা মহিলাটি তালাকপ্রাপ্তা হয় তাহলে ইদ্দত অতিবাহিত হওয়ার আগে নিজের  জন্য অথবা অন্য কারো জন্য তার বিয়ের আলাপ করা অথবা প্রস্তাব দেওয়া জায়েয আছে কি না? দলিলসহ জানালে উপকৃত হতাম।

Answer

স্বামীর মৃত্যুর পর ইদ্দতের মধ্যে কোনো ব্যক্তির নিজের জন্য কিংবা অন্য কারো জন্য ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়া জায়েয নেই। অবশ্য ইশারা-ইঙ্গিতে বিয়ের আগ্রহের কথা জানানো জায়েয। যেমন এরূপ বলা যে, তোমাকে পছন্দ হয়, আল্লাহর কাছে দুআ করি, তিনি যেন আমাদেরকে একত্র করে দেন। উপরোক্ত বিধানটি কুরআন মজীদের সূরা বাকারার ২৩৫নং আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে।

আর তালাকপ্রাপ্তা মহিলাকে ইদ্দত অবস্থায় শুধু তালাকদাতা নিজের জন্য বিয়ের প্রস্তাব করতে পারে। তালাকদাতা ছাড়া অন্য কারো জন্য ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়া জায়েয নেই। এমনিভাবে ইশারা-ইঙ্গিতেও বিয়ের কথা জানানো যাবে না।

উল্লেখ্য, তিন তালাকের পর যেহেতু তালাকদাতার জন্য ওই মহিলা সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়, তাই এক্ষেত্রে তার সাথে যেমন বিয়ে নাজায়েয তেমনি তাকে প্রস্তাব দেওয়াও নাজায়েয।

-তাফসীরে কুরতুবী ৩/১২৪; ফাতহুল কাদীর ৪/১৬৫; আননাহরুল ফায়েক ২/৪৮৮; আলমুগনী ৯/৫৭২; আলবাহরুর রায়েক ৪/১৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩৪; রদ্দুল মুহতার ৩/ ৫৩৪

Read more Question/Answer of this issue