মাওলানা আব্দুর রাযযাক বিন কামাল - চংবিরইমুখী, গফরগাঁও, মোমেনশাহী
৯৬১. Question
কোন বেগানা মহিলাকে সালাম দেওয়া জায়েয কি না? জানালে উপকৃত হব।
Answer
বেগানা মহিলার সাথে যেমন পর্দা করা জরুরি, বিনা প্রয়োজনে কথা বলা নিষেধ, তেমনি রাস্তায় চলাচলের সময় কিংবা অন্য কোন সময় বিনা প্রয়োজনে বেগানা মহিলাকে সালাম দেওয়াও নিষেধ। অবশ্য বিশেষ কোন প্রয়োজনে যখন তার সাথে কথা বলবে তখন কথার শুরুতে সালাম আদান-প্রদান করাও জায়েয। এমনিভাবে টেলিফোনে বেগানা মহিলার সাথে প্রয়োজনীয় কথা বলার শুরুতেও সালাম দিয়ে কথা শুরু করা জায়েয; বরং এটাই নিয়ম।
-মুসান্নাফে ইবনে আবি শাইবা ৬/১৪৪; মুসান্নাফে আব্দুর রাযযাক ১/৩৮৮; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৫৫; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৪; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৫/১৫৮-১৫৯