Zilhajj 1427 || January 2007

মুহাম্মাদ মুহিউদ্দীন - জোড়খালী, গোশাইবাড়ী, বগুড়া

৯৪৮. Question

বাচ্চাকে একবার খতনা করানোর পর কর্তিত চামড়া বৃদ্ধি হয়ে গুপ্তাঙ্গের মাথা ঢেকে গেলে আবার কি খতনা করানো দরকার?

Answer

ওই ক্ষেত্রে পুনরায় খতনা করাতে হবে।

-আদ্দুররুল মুখতার ৪/৪৯০; আলবাহরুর রায়েক ৮/৪৮৫

Read more Question/Answer of this issue