Zilhajj 1427 || January 2007

মুহাম্মাদ মুহিউদ্দীন - জোড়খালী, গোশাইবাড়ী, বগুড়া

৯৪৭. Question

বাচ্চাদেরকে খতনা করানোর সময় কত বছর পর্যন্ত?

Answer

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত যেকোন সময় খতনা করানো যেতে পারে। ফিকাহবিদদের ভাষ্য মতে সাত কিংবা দশ বছরের ভেতরেই খতনা করানো ভাল। এর চেয়ে অধিক বিলম্ব না করা উচিত। তবে যদি কোন কারণে বালেগ হওয়ার আগে কারো খতনা না করা হয় তবে বালেগ হওয়ার পরও খতনা করানো জরুরি।

-সহীহ বুখারী ২/৯৩৩; তবারানী আওসাত ১/৩৩৪; মাজমাউয যাওয়ায়েদ ৪/৯৫; ফাতহুল বারী ১০/৩৫৫; তুহফাতুল মাওদূদ বি আহকামিল মাওলূদ ১৪৮; আদ্দুররুল মুখতার ৬/৭৫১; আলবাহরুর রায়েক ৮/৪৮৫

Read more Question/Answer of this issue