Zilhajj 1427 || January 2007

হাফেয মুহাম্মাদ হেলাল উদ্দীন - দক্ষিণ খাশেরহাট, তজুমদ্দিন, ভোলা

৯৪৫. Question

জানাযা পড়িয়ে টাকা নেওয়া জায়েয আছে কি না এবং কবর যিয়ারত করে হাদিয়া গ্রহণ করা বৈধ কি না? ঈসালে সওয়াবের জন্য যেকোনো খতম পড়ে বা দুআ-দরূদ পড়ে খাওয়া বা টাকা গ্রহণ করা যাবে কি না? দলিল-প্রমাণসহ জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। কারণ আমাদের সমাজে এগুলোর বেশ প্রচলন রয়েছে।

Answer

জানাযার ইমামতি করে বিনিময় নেওয়া নাজায়েয। এমনিভাবে কবর যিয়ারত করে এবং ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন মাজীদ বা তাসবীহ-তাহলীল পড়ে পারিশ্রমিক নেওয়া নাজায়েয।

-মুসনাদে আহমাদ ৩/৪২৮; রদ্দুল মুহতার; ইলাউস সুনান ১৬/১৬৬; বাদায়েউস সানায়ে ৪/৪৩০; ইমদাদুল ফাতাওয়া ৩/৩৩৪; ইমদাদুল আহকাম ৩/৫২৬; ফাতাওয়া মাহমুদিয়া ৪/২৭৩

Read more Question/Answer of this issue