Zilqad 1443 || June 2022

আলতাফ হোসাইন - মোমেনশাহী

৫৭২৩. Question

আমার বাড়ি মোমেনশাহী জেলার মশাখালিতে। গত কুরবানীতে আমার উপর কুরবানী ওয়াজিব ছিল। কুরবানীর উদ্দেশ্যে আমি একটি ছাগলও ক্রয় করেছিলাম। কিন্তু ঈদের এক দিন আগে আমি অসুস্থ হয়ে পড়ি। স্থানীয় মেডিকেলে গেলে তারা পরীক্ষা করে বলে; আপনার পিত্তথলিতে পাথর হয়েছে। দ্রুত অপারেশন না করলে বিপদ হতে পারে। তাই আমি ঈদের পরের দিন ঢাকায় চলে আসি এবং হাসপাতালে ভর্তি হই। এরপর অপারেশন করে কিছুটা সুস্থ হয়ে ৫ দিন পর বাড়িতে ফিরে আসি। ঐদিকে এসব ঝামেলার কারণে আমার ছাগলটি কুরবানী করা হয়নি। আমি ঈদের ১ম দিন মুকীম ছিলাম। শেষ দুই দিন মুসাফির ছিলাম। এখন আমার করণীয় কী? ঐ ছাগলটি কি সদকা করে দিতে হবে?

Answer

ঈদের তিন দিনের শেষ সময় কেউ মুসাফির থাকলে তার উপর কুরবানী ওয়াজিব থাকে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু ঈদের তৃতীয় দিন শেষ পর্যন্ত মুসাফির ছিলেন তাই গত ঈদে আপনার উপর কুরবানী ওয়াজিব ছিল না। সুতরাং কুরবানীর উদ্দেশ্যে পশু ক্রয় করলেও তা সদকা করা জরুরি নয়। সুতরাং ছাগলটি আপনার নিজ কাজে লাগাতে পারেন।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৮১৪২; বাদায়েউস সানায়ে ৪/১৯৬; আলমুহীতুল বুরহানী ৮/৪৫৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪১০; ফাতাওয়া  হিন্দিয়া ৫/২৯২; রদ্দুল মুহতার ৬/৩১

Read more Question/Answer of this issue