মিছবাহ - ঢাকা
৫৭১৮. Question
রাশেদুল হাসান সাহেব একটি মাকতাবার মালিক। তিনি ভারতের এক লাইব্রেরি থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে ১০০ সেট ‘ফাতাওয়া শামী’ পাঁচ মাস পর হস্তান্তর করার চুক্তিতে ক্রয় করেছেন। এবং চুক্তির সময় তিনি তাদের পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছেন। চুক্তিতে উল্লিখিত পাঁচ মাস পূর্ণ হতে এখনো তিন মাস বাকি। কিন্তু রাশেদ সাহেবের কিছু টাকার প্রয়োজন, তাই তিনি ঐ ১০০ সেট ‘ফাতাওয়া শামী’ থেকে ৬০ সেট পাশের আরেক মাকতাবার কাছে নগদ টাকার বিনিময়ে বিক্রি করতে চাচ্ছেন। তার জন্য এখন এই ৬০ সেট বিক্রি করা কি জায়েয হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত লাইব্রেরি থেকে কিতাবগুলো বুঝে পাওয়ার পূর্বে রাশেদ সাহেবের জন্য ঐ কিতাব অন্য কারো কাছে বিক্রি করা জায়েয হবে না। হাদীস শরীফে এসেছে-
أَنّ حَكِيمَ بْنَ حِزَامٍ أَخْبَرَهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَشْتَرِي بُيُوعًا فَمَا يَحِلّ لِي مِنْهَا، وَمَا يُحَرّمُ عَلَيّ قَالَ: فَإِذَا اشْتَرَيْتَ بَيْعًا، فَلَا تَبِعْهُ حَتّى تَقْبِضَهُ.
হাকীম ইবনে হিযাম রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমি পণ্য ক্রয়-বিক্রয় করি। এর কোন্টি আমার জন্য হালাল এবং কোন্টি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি কোনো পণ্য ক্রয় করবে তখন তা হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রয় করবে না। (মুসনাদে আহমাদ, হাদীস ১৫৩১৬)
হযরত ওমর রা. বলেন-
إذَا أَسْلَمْتَ فِي شَيْءٍ فَلاَ تَبِعْهُ حَتّى تَقْبِضَهُ، وَلاَ تَصْرِفُهُ فِي غَيْرِهِ.
তুমি যখন কোনো কিছুতে অগ্রিম ক্রয়চুক্তি (বাইয়ে সালাম) কর, তখন তা হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রয় করবে না এবং তা অন্য কিছু দ্বারা পরিবর্তনও করবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস ২১২৪৪)
-শরহু মুখতাসারিত তাহাবী ৩/১৩৩; বাদায়েউস সানায়ে ৪/৪৫১; আলমুহীতুল বুরহানী ৯/২২৭; আদ্দুররুল মুখতার ৫/২১৮