Zilqad 1443 || June 2022

ইকরাম হুসাইন - কুমিল্লা

৫৭১৭. Question

আমি ইতালিতে থাকি। ১০ মাস আগে আমার এক চাচাতো ভাই আমার থেকে ১ লক্ষ টাকা ঋণ নেয়। এক বছরের মধ্যে তা পরিশোধ করার কথা। কয়েকদিন আগে সে বলল, আমি একটি ব্যবসা শুরু করতে চাচ্ছি। আপনি তো আমার থেকে ১ লক্ষ টাকা পান। আরো  ৫০ হাজার টাকা যদি দেন তাহলে দেড় লক্ষ টাকার পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করব। আমি বললাম, আপাতত তুমি ১ লক্ষ টাকা দিয়েই শুরু কর। ব্যবসায় যা লাভ হবে এর অর্ধেক তোমার আর অর্ধেক আমার। হুজুরের কাছে জানার বিষয় হল, এভাবে চুক্তি করা কি সহীহ হয়েছে?

Answer

পাওনা টাকা ঋণগ্রহীতা থেকে হস্তগত না করে তা দিয়েই ঋণ গ্রহিতার সঙ্গে ব্যবসার চুক্তি করা বৈধ নয়। তাই প্রশ্নোক্ত চুক্তিটি সহীহ হয়নি। তবে ঋণদাতা যদি পাওনা  টাকা ঋণগ্রহিতা থেকে বুঝে নেয়ার পর পুনরায় তাকে ব্যবসার জন্য দেয় তাহলে তা জায়েয হবে।

-কিতাবুল আছল ৪/১৩০; বাদায়েউস সানায়ে  ৫/১১৪; আলমুহীতুল বুরহানী ১৮/১২২; তাবয়ীনুল হাকায়েক ৫/৫১৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩৯৩; আদ্দুররুল মুখতার ৫/৬৪৭

Read more Question/Answer of this issue