Zilqad 1443 || June 2022

আব্দুল্লাহ - কাটিয়া, সাতক্ষীরা

৫৭১৫. Question

এ বছর আমাদের জেলায় তিন দিনব্যাপী তাবলীগের জোড় হয়। ঐ জোড় উপলক্ষে ব্যবসা করার জন্য এক পরিচিত দোকানে গিয়ে বলি, আমি আপনার দোকান থেকে রুমাল, টুপি, আতর পাইকারী দরে এত পরিমাণ ক্রয় করব। তবে জোড় শেষে কিছু পণ্য অবিক্রিত থেকে গেলে তা আপনার দোকানে ফেরত দেব। বিক্রেতা আমার প্রস্তাবে রাজি হয়ে আমার কাছে পণ্য বিক্রি করে।

আমার জানার বিষয় হল, অবিক্রিত পণ্য ফেরত দেওয়ার কথা বলে তা ক্রয় করা কি আমার জন্য জায়েয হয়েছে?

Answer

বিক্রি না হলে পণ্য ফেরত দেওয়া হবে- এমন শর্তে ক্রয়-বিক্রয় জায়েয নয়। তবে কোনো রকম শর্ত না করে যদি বিক্রেতা নিজ থেকেই এই ছাড় দেয় তাহলে ক্রেতার ঐ সুযোগ গ্রহণ করা জায়েয আছে। অবশ্য বিষয়টিকে বাধ্যতামূলক করে দেওয়া যাবে না। তাই পরবর্তীতে বিক্রেতা যদি কোনো কারণে ফেরত নিতে অস্বীকৃতি জানায় তখন তাকে বাধ্য করা যাবে না। আপনাদের লেনদেনটি যদি দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে সেটি জায়েয হয়েছে।

-কিতাবুল আছল ১১/ ১৮৪; মাবসূত, সারাখসী ১৩/১৫; ফাতহুল কাদীর ৫/৫০৩; ফাতাওয়া তাতারখানিয়া ৯/৩১৬; আদ্দুররুল মুখতার ৫/৮৪

Read more Question/Answer of this issue