হাম্মাদ - কুষ্টিয়া
৫৭১৪. Question
আমি এক লোক থেকে একটি পুরোনো মোবাইল কিনি। এরপর আমি জানতে পারি যে, ঐ মোবাইলটি পরিচিত অন্য একজনের, যা বিক্রেতা তার থেকে চুরি করে নিয়েছে। এরপর আমি বিক্রেতার কাছে মোবাইল ফেরত দিয়ে এর মূল্য ফেরত চাই। কিন্তু ঐ লোক তাতে রাজি হচ্ছে না। আমি জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী? ঐ লোক যদি মোবাইল ফেরত না নেয় তাহলে কি আমি তা ব্যবহার করতে পারব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে মোবাইলটি যেহেতু চুরির। তাই তা ব্যবহার করা আপনার জন্য বৈধ হবে না। এক্ষেত্রে বিক্রেতা মোবাইলের মূল্য ফেরত না দিলেও তা ব্যবহার করা যাবে না। আর আপনি যেহেতু মোবাইলের মালিককে চেনেন, তাই সেটা মালিকের কাছেই পৌঁছে দিতে হবে এবং এক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব হল, মোবাইলের মূল্য ফেরত দেওয়া। যদি সে তা ফেরত না দেয়, তাহলে সে গুনাহগার হবে।
-মাবসূত, সারাখসী ৯/১৭২; বাদায়েউস সানায়ে ৬/৪৫; আলমুহীতুল বুরহানী ৭/৫৯; আদ্দুররুল মুখতার ৪/১১০