Zilqad 1443 || June 2022

রিজওয়ান আশরাফ - লস্করহাট, ফেনী

৫৭০৭. Question

আমার দাদীজান বড় আমলদার মানুষ। তিনি দৈনিক ফজরের নামায আদায় করে দীর্ঘ সময় যিকির ও তাসবীহাত পড়ে ইশরাকের নামায পড়েন। গত ঈদের দিন সকালে যথারীতি ইশরাক পড়ার জন্য দাঁড়ালে আমার আব্বু বলেন, ঈদের দিন ঈদের নামাযের আগে নফল নামায পড়া মাকরূহ। দাদীজান তখন বলেন, এই হুকুম তো পুরুষদের জন্য।

মুহতারামের নিকট জানতে চাই, মহিলাদের জন্য ঈদের দিন ঈদের নামাযের আগে নফল পড়ার হুকুম কী?

Answer

ঈদের দিন ঈদের নামাযের আগে নারী-পুরুষ সবার জন্যই নফল নামায পড়া মাকরূহ। মুহাম্মাদ ইবনে সীরীন রাহ. বলেন-

أَنّ ابْنَ مَسْعُودٍ، وَحُذَيْفَةَ، كَانَا يَنْهَيَانِ النّاسَ - أَوْ قَالَ -: يُجْلِسَانِ مَنْ رَأَيَاهُ يُصَلِّي قَبْلَ خُرُوجِ الْإِمَامِ يَوْمَ الْعِيدِ.

আবদুল্লাহ ইবনে মাসউদ রা. ও হুযায়ফা রা. ঈদের দিন ইমাম ঈদগাহে আসার আগে সকল মানুষকে নামায পড়তে নিষেধ করতেন। কিংবা কাউকে নামায পড়তে দেখলে বসিয়ে দিতেন। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৫৬০৬)

-কিতাবুল আছল ১/১৩৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৪; আলমুহীতুল বুরহানী ২/৪৯৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১০; আননাহরুল ফায়েক ১/৩৬৮; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৯০

Read more Question/Answer of this issue